শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Breaking News ; কাশ্মীর

কাশ্মীরকে পুনর্গঠনের জন্য বিলের প্রস্তাব পেশ অমিত শাহের । তিনটি ভাগে ভাগ করা হবে কাশ্মীরকে। ১. লাদাঘ, ২. জম্মু ও ৩. কাশ্মীর। জম্মু-কাশ্মীর আর আলাদা করে রাজ্যের মর্যাদা পাচ্ছে না। জম্মু কাশ্মীরে এবার কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব দেওয়া হয়। লাদাঘকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এরফলে লাদাঘে বিধানসভাবিহীন ।

এদিন ৩৭০ ধারা বিল পাস হওয়ার পরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। 'রুল বুক' নিয়ে চেয়ারম্যানের টেবিলের কাছে পৌঁছে যান ডেরেক ও'ব্রায়েন। তাঁর অভিযোগ, এত কম সময়ে যে বিল সার্কুলেট হয়নি, সেটি কীভাবে টেবিল হয়ে যাচ্ছে ? সেটি কীভাবে রাজ্যসভায় পাস করে দিলেন অমিত শাহ?

কেন্দ্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মেহবুবা মুফতি। "আজকের দিন গণতন্দ্রের সবচেয়ে কালো দিন" বলে উল্লেখ করেছেন তিনি।