মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

​বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে ব্যাটে বলে বিক্রম ভারতীয়দের । জয় ৩৬ রানে

অন্যদেশ ডেস্ক , ৯-ই জুন , রোববার

বল বাকি থাকতেই সহজভাবেই অজিদের ক্রিকেট যুদ্ধে হারিয়ে ৩৬ রানে বিজয়ী হল ভারত । ৫০ ওভারে ৩৫২ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েছিল ধোনির দল । লন্ডনের ওভাল স্টেডিয়ামে ভারত আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেললো অস্টেলিয়ার বিরুদ্ধে । প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী অজিদের । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভাল মহারণে রোহিত-ধাওয়ানের ব্যাটে দারুণভাবে শুরু করেছিল ভারত। এবং শেষ অবধি এই ধারাবাহিকতা বজায় রেখে জয়ী ভারত । প্রথম উইকেটে শতরান পার্টনারশিপ হিটম্যান-গব্বরের। সেই সঙ্গে স্টার্ক-কুল্টারনাইলদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেললেন দলের সহঅধিনায়ক রোহিত শর্মা।ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে দু'হাজার রান হাঁকানোর কীর্তি গড়লেন রোহিত । এর আগে অজিদের বিরুদ্ধে ওয়ান ডে'তে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে দুহাজার রান হাঁকানোর কীর্তি ছিল সচিন রমেশ তেন্ডুলকরের। ৪০ ইনিংস খেলে অজিদের বিরুদ্ধে দুহাজার রানের গণ্ডি পার করেছিলেন লিটল মাস্টার। তাঁকে টপকে অজিদের বিরুদ্ধে দ্রুততম দু'হাজারের মালিক এখন রোহিত।অজিদের বিরুদ্ধে শতরান করলেন শিখর ধাওয়ান। সঙ্গে বিরাটের বিরাশি, রোহিতের হাফ সেঞ্চুরি আর হার্দিক-ধোনির ঝোড়ো ব্যাটিং। অজিদের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভারত। এরপর বল হাতে ভুবি-চাহল-বুমরাহদের ক্যারিশমা। অস্ট্রেলিয়াকে রানে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল টিম ইন্ডিয়া। বিশ্বকাপে পর পর দুটো ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে এসে ধাক্কা খেল অজিরা। তিনটি উইকেট দখল করলেন বুমরাহ ।ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।১২৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান । ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভারত। জবাবে অস্টেলিয়া ৩১৬ রানে অল্ল আউট হয়ে যায় ।