বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

​গান ভিজে যায়


কীভাবে নিজের গান তোমাকে বোঝাব ?

প্রত্যহ ভ্রমর আসে অনুভূতির ফুলে

প্রত্যহ তোমার আলতা ধুয়ে দেয় হ্রদ

চাঁদ ভাসে জ্যোৎস্নার জলে

আমার নীরব পাড়ায় কষ্টে থাকা পাখি

ডাকে নাকো , বাসাও বোনে না

নিজেরই ছায়াব় সামনে বসে থাকে

স্বপ্নের শস্য খুঁটেও দ্যাখে না

বিকেল হয় , জ্বরের ধূসর কম্পনে

পৃথিবী কাঁপে

তুমি কোন্ মোহনার দিকে যাও ?

নৌকার শেষ চিহ্নটুকু ভাসে

ভিজে যায় আমার গানগুলি

সব শূন্য তির এদিকেই ছুঁড়ে দাও !