শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

৩৪০পার,গেরুয়া ঝড়ে মোদী সরকার


অন্যদেশ ডেক্স , ২৩মে বৃহস্পতিবার

আরও একবার মোদী সরকার । সব হিসেব তছনছ করে বিরোধী শিবির লণ্ডভণ্ড করে দেশ জুড়ে গেরুয়া ঝড় । মাত্র চার মাস চার দিন আগে কলকাতার বুকে তৈরি হয়েছিল ২০১৯ লোকসভা নির্বাচনের মহাজোট। মোদী হটানোর ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেডে পথ চলা শুরু করেছিল ইউনাইটেড ফ্রন্ট। কিন্তু আদতে দেখা গেল ভোটের শেষ মুখ থুবড়ে পড়ল তারা। শে, হাসি হাসলেন সেই মোদীই। মমতা-মায়াদের টেক্কা দিয়ে মোদীই রাজা ২০১৯ লোকসভার।মহাজোট কার্যত ব্যর্থ । বিরোধী মুখ হিসেবে যেমন শোচনীয় ব্যর্থ রাহুল গান্ধী, তেমনই ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু তামিলনাড়ুতে বিরোধী মুখ হিসেবে জয়ের ধারা বজায় রেখেছে ডিএমকে। স্ট্যালিনের জল তামিলনাড়ুতে সাফ করার পথে শাসক এআইএডিএমকে। এছাড়া শারদ পাওয়ারের এনসিপি-সহ অন্যান্যরাও কার্যত ব্যর্থ।পশ্চিমবঙ্গে যেখানে ২ থেকে ১৬ ,উত্তরপ্রদেশ থেকে কংগ্রেসকে ধুইয়ে দেওয়া , চন্দ্রবাবু নাইডু ব্যর্থ । চৌকিদার চোর রাহুলের ভুল শ্লোগান ছিল । মোটকথা মহাজোট-কে মানুষ প্রত্যাখ্যান করেছে । নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন স্পষ্ট হতেই শেয়ার বাজারে উত্থান। প্রথমবার ৪০,০০০ পার করে ফেলল সেনসেক্স।

বুথ ফেরত সমীক্ষায় মোদী আসার ইঙ্গিত পেয়ে সোমবার হাজার অঙ্কের বেশি উপরে উঠেছিল সেনসেক্স। বৃহস্পতিবার জনাদেশ স্পষ্ট হতেই শেয়ার বাজারে খুশির হাওয়া। ডলারের নিরিখে বেড়েছে টাকার দাম। ২৬ পয়সা বেড়েছে ভারতীয় মুদ্রা। এদিন নিফটিও ১২ হাজারের ঘর পেরিয়ে যায়। আর ঠিক ১০টা বেজে ৩৮ মিনিটে সেনসেক্স পৌঁছয় ৪০,০১১.৯৬ অঙ্কে।

একনজর গণনায় – NDA – 340 , UDA -93 , OTHAERS 109