শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সঞ্জয় সোমের দুটি কবিতা


দুই জীবন

আমাদের দুই জীবনের মাঝে

মৃত্যু ছোট একটা হাইফেন

হাইফেনকে নদী বলে মনে করি

হাইফেন ভাবতে ভাবতে নদী

নদী ভাবতে ভাবতে হাইফেন

আমি ভালো বাসতে বাসতে চিনেছি নদীকে

ভালো বাসতে বাসতে নদীতে মিশে যায় হাইফেন

নদী শাখা নদীর জন্ম দিয়ে চলে যায় সাগরে


জীবনের সঙ্গীত

আমাদের অন্ধকারের লকলকে ঠোঁট

আলো হারিয়ে দেয় যাবতীয় অন্ধকারকে

আমাদের জীবনের সঙ্গীত বাজে

আমরা যৌবনের সঙ্গীত শুনি

ভালোবাসা ভেঙে গেলে

আমাদের জীবনের আর কী অবশিষ্ট রইলো?

আমাদের যৌবন ফিরিয়ে আনে

আমাদের জীবনকে