মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

শুভ জন্মদিন কবি ত্রিশাখ জলদাস

৭মে কবি ত্রিশাখ জলদাসের জন্মদিন। নাজমুল করিম সিদ্দিকী নামে তিনি যতটা পরিচিত তার চেয়ে অনেক বেশী জনপ্রিয় ত্রিশাখ জলদাস নামে। অন্যদেশ পরিবার কবিকে জানায় জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা।

5cc9426491e15.jpg


কান্নার ক্লেদ

পা বাড়ালে পাতা ঝরা শব্দ

পাশাপাশি পড়ে থাকে বৃষ্টি ও রোদ্দুর ।

প্রেম এক নীল অরণ্য

রক্তের ভেতর লুকিয়ে রেখেছি

মুদ্রিত বিনাশ ।

ও আমার লাল চাঁদ,

আমাদের নগ্ন উঠোনে তুমি আজ খেলা করো…

বায়ুস্তর ভেদে ফিরে যাক শীত-ঘুম।


অবয়ব

আমি তাকে স্থাপন করেছি জলবৃক্ষে,

তার ডানা মায়াময় পনিরের মতো গলে যাচ্ছে।

ফলের ভেতর ফুটে আছে শব্দ

আর তার প্রতিটি অক্ষর স্বতন্ত্র

আমি ভাবছি একটি দীর্ঘ কবিতা লিখবো…

আমি অনেকগুলো রঙ পেন্সিল কিনেছি,

আমার ভেতর হেঁটে যাচ্ছে বিব্রত দুপুর।


শীত

চোখের সামনে থেকে সরে যাচ্ছে রোদ,

তুমি জলকে মিশিয়ে দিচ্ছো হাওয়ায়,

একটি বিষণ্ণ বিকেল

জরাগ্রস্ত বৃদ্ধের মতো

সামনে এসে দাঁড়ালো …

এমন বিষাদ আচ্ছন্ন ছবি আঁকতে চাইনি,

আমি একটিও উজ্জ্বল রঙ খুঁজে পাচ্ছি না।

হিমনগ্ন বালিকারা

আমার শরীর থেকে

শুষে নিচ্ছে তাপ…

আর আমি ডুবে যাচ্ছি একটি পরিপূর্ণ শীত সঙ্গমে ।