মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

শঙ্খ সেনগুপ্ত -এর কবিতা

খুন চেপেছে।

ক্রিয়া, প্রতিক্রিয়ার কপচানি,

সিন্দুকে তুলে রেখে,

চাবি বিসর্জিত হলো, ইষ্টদেবতার সাথে।

সে এখন গল্প।

নামজপে সিদ্ধি সহজ হলে-

বসতিগুলো হয়ে উঠতো পীঠস্থান।

সেখানে বাতাসে ভেসে বেড়াতো না,

শত শত শূকরের আর্ত শিৎকার।

নিয়ন্ত্রণ, স্বার্থ, ইগো-র কুচটি খেলা থেকে- বহুদূরে,

যে পথ গিয়েছে, গভীর নীরব মগ্নঘুম দেশে,

সেখানে, হঠাৎ গেঁজে উঠা অভিভাবকদের, অনুপ্রবেশ দণ্ডনীয় অপরাধ।

খুন চেপেছে খুন।

বাংলাকবিতা তুমি তার সাক্ষী রইলে।