বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

লালকেল্লা থেকে লালচক উড়ছে ত্রিরঙা

নয়াদিল্লি , অন্যদেশ

5d54d2d5267c1.jpg

শুরুতে দেশের স্বাধীনতায় অংশ গ্রহণ করা সকলকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ।

৭৩তম স্বাধীনতা দিবসের দ্বিতীয়বার ক্ষমতায় আসা নরেন্দ্র দামোদর ভাই মোদী প্রধানমন্ত্রী রূপে লালকেল্লা থেকে উত্তোলনকরলেন জাতীয় পতাকা ।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার কেন্দ্রে ক্ষমতায় আসার পরে কিছুদিন আগেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে কেন্দ্র। যা নিয়ে সারা দেশে আলোচনা চলছে। এমনকী বিদেশি শক্তিগুলিও ভারতের এই পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। সবমিলিয়ে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে ও সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী পুনরায় ঘোষণা করলেন , এক নেশন , এক সংবিধান ।

  • বললেন আগামী দি্নের কাজ কেন্দ্রীভূত হবে জলমিশনে ।
  • দুর্নীতি ও কালো টাকার মতো ইস্যু গত সত্তর বছর ধরে ভারতকে পিছিয়ে রেখেছে ।
  • জন বিস্ফোরণ নিয়ে মুখ খুলেন প্রধানমন্ত্রী । গণ চেতনা তৈরি করে জন বিস্ফোরণ রোধে এগিয়ে আসার জন্য আহ্বান জানান ।
  • এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করলেন
  • কাশ্মীর ইস্যুতে তিনি পুনরায় উন্নয়ন ও সমান অধিকারের পক্ষে
  • পর্যটন বিজ্ঞানে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান
  • দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ
  • পর্যটন শিল্পে জোর দেওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী ।
  • ২ অক্টোবর থেকে প্লাস্টিক বর্জনের ডাক

এই নিয়ে ষষ্টবার প্রধানমন্ত্রী রূপে ভাষণ দিলেন মোদী ।