বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

রোববারের সকাল, কেঁপে উঠলো জাপানের হনসু উপকূল

ফের তীব্র ভূমিকম্প জাপানের হনসু উপকূলে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.‌৩। স্থানীয় সময় রবিবার ভোরে অনুভূত হয় কম্পন। আমেরিকার জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ভোর সাড়ে ৬টা নাগাদ অনুভূত হয় কম্পন। হনসু দ্বীপে দক্ষিণে ৩৭৫.‌৮ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উত্‍সস্থল। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের অধিকাংশ এলাকাই অগ্নি বলয়ের উপর থাকায় এখানে প্রায়ই ভূমিকম্প লেগে থাকে। রবিবার সকালে তীব্র ভূমিকম্প হওয়ার কারণে সতর্কতা হিসেবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে ১০০০ বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

শহরের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক এলাকা বিদ্যুত্‍বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিগাতা এবং ইমাগাতার একাধিক এলাকা বিদ্যুত্‍ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আতঙ্ক রাস্তায় বেরিয়ে এসেছেন বাসিন্দারা।

মঙ্গলবার সকালে চিনে জোড়া ভূমিকম্পে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ১২২ জন। এর রেশ কাটতে না কাটতে এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প হল।


source: oneindia.com