শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মোদীর দ্বিতীয় ইনিংসে ৫৮ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদির শপথের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহসহ অন্য মন্ত্রীরা শপথ নেন।

প্রধানমন্ত্রীর শপথের পর শপথ নিয়েছে ২৪ সদস্যের নতুন মন্ত্রিসভা। গত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, নীতিন গড়কড়ি, স্মৃতি ইরানি এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রিসভায় অমিত শাহ আসছেন এটি জানা গেলেও তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে সেটি জানা যায়নি। তবে তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। শীর্ষস্থানীয় চারটি মন্ত্রণালয়ের কোন একটির দায়িত্ব থাকতে পারে তার ওপর।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী ছাড়াও মনমোহন সিং, গোলাম নবী আজাদসহ অনেকেই। ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি চলচ্চিত্র তারকা, ব্যবসায়ী ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।