শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভারতবর্ষ,পর্ব ৩

তিন

আর প্রদীপ, আবহাওয়া দপ্তর বলেছে ঝঞ্ঝা মাঝরাতে আসবে মানে কি গুনেগেঁথে মাঝরাতেই আসবে? এখুনিও তো এসে যেতে পারে - দ্যাখো আকাশের অবস্থা। কিন্তু ততক্ষণে কফি এসে গেল।

কেন এমন করে প্রদীপ? এমন একটাজায়গায় যেখানে এসে ভুলে গেছি কোন কোন পথ ধরে এইজায়গায় এসে পৌঁছেছি। একদিকে উদ্বেল সমুদ্র ওপরে ঘন মেঘ ও জলদগম্ভীর মেঘের তর্জনি।

একটা কবিতার পংক্তি মনে পড়েগেল।

নীলঅঞ্জনঘনপুঞ্জছায়ায় সম্বৃত অম্বর
হে গম্ভীর! হে গম্ভীর!

না এটা এখানের কবিতা নয। এ কবিতায় পুঞ্জছায়া মেঘের ঘন গাম্ভীর্য আছে, অঞ্জন আলোর ছমছম আছে, কিন্তু সমুদ্রের চোখপাকানি নেই। আলোঅল্পতার, অনাগত তাণ্ডব শব্দদের ভয়ও নেই।


প্রদীপ , তুমি এই কবিতাটা পড়েছ?
না স্যার আমি অত শক্ত কবিতা পডি নি। আমার অতকিছু পড়াশুনা জানা নাই। হাযার সেকেন্ডারি পাশ করলাম, সঙ্গে সঙ্গেই বিএসএফেরচাকরি।

প্রদীপকে ঐ মেঘসমুদ্রের কবলে রেখেই আমরা বেরিয়ে এলাম। এখন জানি কিসের টান। টানটা বাংলার...


চলবে ...