শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

প্রয়াত শীলা দীক্ষিত

৮১ বছর বয়সে চলে গেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি ছিলেন তিনি। শনিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী।

অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন জনিত সমস্যায় শুক্রবারই তাঁকে ভরতি করা হয় দিল্লির ফর্টিস এসকর্ট হার্ট ইনস্টিউটে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর জীবনাবসান। গত বছরই ফ্রান্সে তাঁর হার্ট অপারেশন হয়। বর্তমানে দিল্লি কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি|

শনিবার আজ বিকেল সা়ড়ে ৩টে নাগাদ দিল্লির এসকর্টস হাসপাতালে তিনি মারা যান | সকাল সাড়ে দশটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল|

দীর্ঘদিন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তিনবার নির্বাচিত হয়ে ১৫ বছর এই পদ সামলেছেন শীলা দীক্ষিত। এছাড়া তিন কেরলের গভর্নরও ছিলেন তিনি।

দীর্ঘদিন রাজনৈতিক জগতে থাকা এই নেত্রীকে হারানোয় নেমেছে শোকের ছায়া। শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

  • दिल्ली की पूर्व मुख्यमंत्री और एक वरिष्ठ राजनेता श्रीमती शीला दीक्षित के निधन के बारे में जानकर दुख हुआ। उनका कार्यकाल राजधानी दिल्ली के लिए महत्वपूर्ण परिवर्तन का दौर था जिसके लिए उन्हें याद किया जाएगा। उनके परिवार व सहयोगियों के प्रति मेरी शोक-संवेदनाएं — राष्ट्रपति कोविन्द


গভীর শোকপ্রকাশ করে টুইট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি তাঁর শোক বার্তায় দিল্লির উন্নয়নে শীলা দীক্ষিতের অবদানের কথা স্মরণ করেন ।

  • 'Deeply saddened by the demise of Sheila DikshitJi. Blessed with a warm and affable personality, she made a noteworthy contribution to Delhi’s development. Condolences to her family and supporters. Om Shanti.' - Prime Minister Narendra Modi-



নিউজ ঋণ ; ডেইলিহান্ট