শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রেসিডেন্টের জন্য রাস্তা বন্ধ সহ্য করলেন না নেপালিরা

ভিআইপি যাবে, তাই রাস্তা বন্ধ৷ বিষয়টি এবার আর মানতে পারেননি নেপালের মানুষ৷ সহ্যের বাইরে চলে যাওয়ায় প্রতিবাদ জানালেন তাঁরা৷ এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷


৫ মার্চ, মঙ্গলবার সন্ধ্যার ঘটনা৷ রাষ্ট্রপতি বিদ্যা দেবি ভান্ডারি তাঁর বাসভবন মহারাজগঞ্জের শীতল নিবাস থেকে নেপালের সেনা সদরদপ্তরে যাবেন৷ এজন্য লাইনচুর থেকে ভদ্রকলি পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ৷ এতে কয়েক কিলোমিটারব্যাপী যানজট ছড়িয়ে পড়ে৷ ৪০ মিনিট এই পরিস্থিতি গড়ানোর পর সাধারণ মানুষের ধৈর্য্যের বাঁধ ভাঙে৷ প্রথমে মৌখিক প্রতিবাদ, এরপর হর্ন বাজিয়ে আটকে থাকা সব মোটরসাইকেল আরোহীরা বাধা উপেক্ষা করে চলতে শুরু করেন৷ এসময় অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে ট্রাফিক পুলিশও৷ এই ঘটনাই ভিডিও করেছেন দেশটির একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ অনেক বৃহৎ রাষ্টে যা সম্ভব হয় নাই তাই করে দেখালো নেপালের জনগণ । ভি ভি আই পির রাশ্তা দিয়ে গেলে জনগণের হয়রানের সীমা নেই । কয়েকঘন্টা রাস্তায় আটকে থাকতে হয় । গর্ভবতী মহিলাও রেহাই পান না । অ্যাম্বুলেন্স আটকে মরণাপন্ন রোগী আটকে ভি ভি আই পির রাস্তা চলা আমাদের দেশে ভুক্তভোগী মাত্র-ই জানেন ।