শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পুলওয়ামায় আবার জঙ্গি হানা সেনা কনভয়ে, চলছে লড়াই

পুলওয়ামা: গত ফেব্রুয়ারিতে সিআরপিএফ-এর বাসে আত্মঘাতী জঙ্গির হানার পরে আবার জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়। সেনার একটি কনভয়ের উপরে বিস্ফোরক নিয়ে হামলা জঙ্গিদের। এখনও পর্যন্ত হতাহতের ব্যাপারে কোনও খবর মেলেনি। সূত্রানুসারে জানা যাচ্ছে, এনকাউন্টার চলছে।

ঘটনাটি ঘটেছে পুলওয়ামার আরিহাল এলাকায়। সেনার গাড়িকেই জঙ্গিরা টার্গেট করেছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠন রয়েছে তা এখনই জানা যায়নি।

এর পাশাপাশি অনন্তনাগে কাশ্মীর পুলিশ ও সেনার সঙ্গে জঙ্গিদের দিনভর এনকাউন্টার চলেছে। সেই এনকাউন্টারে ২ জঙ্গি নিকেশ হয়। এছাড়া একজন আর্মি মেজরও শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে।

এদিন আরিহাল গ্রামে সিআরপিএফ এর ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটেলিয়নের কনভয়ে হামলা চালানো হয়েছে। সামনে থাকা ক্যাসপার ভেহিকলটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

এর আগে গত ফেব্রুয়ারিতেই এই পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জঈশ ই মহম্মদ এই হামলার পিছনে ছিল। তবে এদিনের ঘটনার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি।