শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কাশ্মীর ইস্যুতে রাহুল গান্ধী ও সত্যপাল মালিকের চাপানউতোর

‘জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ঠিক নেই৷ একাধিক জায়গায় হিংসার খবর' --- রাহুল গান্ধী ।

এর পরই কাশ্মীরের রাজ্যপাল কটাক্ষ করলেন কংগ্রেসের বিদায়ী সভাপতিকে ।

'আমি রাহুল গান্ধিকে আমন্ত্রণ জানাচ্ছি কাশ্মীরে আসার ৷ আমি বিমান পাঠাবো৷ সেই বিমানে ঘুরে তিনি পরিস্থিতি দেখুন, তারপর কথা বলুন৷ আপনি দায়িত্বজ্ঞানসম্পন্ন মানুষ ৷ আপনার এরকম মন্তব্য করা উচিত নয় ৷

প্রাক্তন কংগ্রেস সভাপতি ও ওয়াইনাড সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ আনলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল । জবাবে ট্যুইটারে স্বাধীনভাবে কাশ্মীরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন রাহুল । বললেন ,

‘’বিরোধী দলের নেতাদের নিয়ে একসঙ্গে কাশ্মীর যেতে চাই৷ আপনার উষ্ণ নিমন্ত্রণ গ্রহণ করে জম্মু-কাশ্মীর ও লাদাখ সফর করতে চাই৷ আমাদের এয়ারক্রাফ্ট লাগবে না৷ শুধু স্বাধীন ভাবে সফর ও কাশ্মীরের মানুষ, রাজনৈতিক নেতা ও আমাদের সেনার সঙ্গে কথা বলতে দিতে হবে’’৷

জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে এ ভাবেই ট্যুইটারে জবাব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ।

এরপরই রাহলকে উদ্দেশ্য করে কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, 'এর জবাবে মালিক জানিয়েছেন জম্মু-কাশ্মীরের বিষয়টি ইচ্ছাকৃতভাবে রাজনীতিকরণ করছেন রাহুল । এই ধরনের আচরণ করে পরিস্থিতি অশান্ত করে তুলতে চাইছেন রাহুল, জানিয়েছেন মালিক ।