মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

​ভালোবাসাবাসি, কবি হেমন্ত সরখেল।



এসো ত্রিকালজ্ঞ-
দু'দন্ড জিরিয়ে নাও।
আবার তোমায় যেতে হবে ধ্যানমগ্নাবস্থায়, মানবের কল্যানে,
আগে একটু-
পাপার্জন করে যাও!!

এখনো বাসন মাজা হয় নি দুলি'র মায়ের
ওর বাপের অন্তর্বাস ধোয়াটাও আছে বাকি,
টাইমকলের জল সুতো সুতো সুতো হতে হতে
---'রাজকোষ' - হতশ্রী নবাবের,
আমি উজবুক, চুপচাপ বসে বসে দেখি।
টায়ার নাচিয়ে ছোঁড়া, ঘরে খোঁজে পান্তা, নুন, মরিচ - লুকানো
হাঃ হাঃ হাঃ - ওর খিদেটা -
স্তোত্র শিখে ওঠেনি এখনো।

শুনেছি, যোগবলে হয়েছ স্থিতপ্রজ্ঞ, এসো হাঁটি কয়েক পা।
ডাস্টবিনের অপক্ক ভ্রূণ, আশ্রমের বৃদ্ধা,
ধর্ষিতার শরীর ছুঁয়ে আসি।
ঠিক ধরেছ, এই বর্তমানই তো ভালোবাসাবাসি!
বিতৃষ্ণ হয়ো না উত্তমাংশু - এ তোমারই পরিত্যক্ত বাসা
নিত্য অশুচি,
তাই নিয়তি -
ফিরে ফিরে আসা!!

দেখো! আবার বেশী গলে যেও না--
আত্মোন্নতিতে মগ্ন তুমি, প্রভাবিত হতে পারে চেতনা!
আমি থেকে যাই এই আবর্জনার দেশে
মরতে চাই সব অশক্তদেরই ভালোবেসে।
অনুরোধ মাত্র-
আমার চিতায় কাঠ দিতে এসো
তখন-
এ অভাগাদের একটু ভালোবেসো।
****