শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

​আমেথি কার ?

অন্যদেশ ডেক্স , ২৩ সে মে , বৃহস্পতি বার

গান্ধী পরিবারের উত্তরসূরি রাহুল গান্ধী বনাম বিজেপির স্মৃতি ইরানী চলছে কাটার টক্কর । কখনও স্মৃতি ইরানী ভেসে উঠছেন , রাহুল ডুবছেন । আবার কখনও রাহুল ভাসছেন , স্মৃতি হারছেন । দুপুর ১টা নাগাদ ছবি পরিষ্কার হবে অবশ্যি । গান্ধী পরিবারের জায়গীর আমেথি ইন্দিরার কনিষ্ঠ সঞ্জয় গান্ধীর সিট ছিল । কংগেসের সেভ সিট দের মধ্যে একটি । সঞ্জয় গান্ধীর বন্ধু আমেথি র রাজা সঞ্জয় সিং এর জায়গা ছিল এটি । সঞ্জয় সিং বন্ধু সঞ্জয় গান্ধীকে এই সেভ সিটটি ছেড়ে দেন । আমেথি গান্ধী পরিবারকে কখনও বিমুখ করেনি । সঞ্জয় গান্ধীর অকাল মৃত্যুর পর ইন্দিরার বড়পুত্র রাজীব গান্ধী দাঁড়ান । রাজীব গান্ধীর পর বংশপরম্পরায় রাহুল গান্ধীর আসেন । রাহুল গান্ধী এই সিট থেকে গতবারও জিতেছেন । কিন্ত ২০১৪ তেই বিজেপির স্মৃতি ইরানী রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ করেন । স্মৃতির কাছে ছিল উন্নয়নের বার্তা , রাহুলের কাছে গান্ধীর পরিবারএর গ্ল্যামার । রাহুল তো জানতেন এইবার পরিবারের আঁচলে সেভ দিতে হয় তো অপারগ । তাই দক্ষিণে আরেকটি সিটে খেলেছেন ।

স্মৃতি এগিয়ে আছেন এই মুহূর্তে