শনিবার, এপ্রিল ২০, ২০২৪

​আতঙ্কবাদী মাসুদ আজহারকে সন্মান দিলেন রাহুল গান্ধী​আতঙ্কবাদী মাসুদ আজহারকে সন্মান দিলেন রাহুল গান্ধী!!

আতঙ্কবাদী মাসুদ আজহারকে সন্মান দিলেন রাহুল গান্ধী!

---- বললেন মাসুদ আজহার জী! নামের শেষে লাগালেন জী । সারা দেশে হৈ চৈ । নরেন্দ্র মোদি পেলেন পয়েন্ট ।

রাহুল গান্ধী কোনো সাধারণ ব্যাক্তি নয়, উনি দেশের সবথেকে পুরানো পার্টি অর্থাৎ কংগ্রেসের সভাপতি। রাহুল গান্ধীর পার্টির দেশের বেশ কয়েকটি রাজ্য সরকার চালাচ্ছে। শুধু এই নয়, কংগ্রেস পার্টি লোকসভা নির্বাচনে জয়লাভ করে দেশে কেন্দ্রে ক্ষমতায় আসার জন্যেও ভরপুর প্রয়াস করছে। যেহেতু কংগ্রেস পার্টি একটা পুরানো এবং রাষ্ট্রীয় পার্টি তাই পার্টির সভাপতিকে বক্তব্য রাখার সময় খুবই ভেবেচিন্তে রাখা উচিত। কিন্তু রাহুল গান্ধী আজ বিজেপি ও মোদীর উপর আক্রমণ করতে করতে এমন কথা বলেছেন যে পার্টির সাথে সাথে দেশকেও লজ্জায় ফেলেছেন।

রাহুল গান্ধী বিজেপি ও মোদীর উপর আক্রমণ করতে গিয়ে আতঙ্কবাদী মাসুদ আজহারকে , মাসুদ আজহারজি বলেছেন। রাহুল গান্ধী আজ মাসুদ আজহারকে সম্মান দিয়েছেন। ভারতের সৈনিকদের হত্যাকারীকে রাহুল গান্ধী সন্মান দিয়ে কথা বলেছেন। আতঙ্কবাদী মাসুদকে রাহুল গান্ধী মাসুদ আজহারজি অর্থাৎ মাসুদ আজহার বাবু বলে সম্বোধন করেছেন। এর আগে বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সুরে সুর মিলিয়ে ভারতীয় বায়ুসেনার কৃতিত্ব নিয়েও প্রশ্ন তুলে বিজেপির হাতে বাক্যবাণ তুলে দিয়েছিলেন । কংগ্রেসের মুখপাত্র রাহুল গান্ধীকে বাঁচানোর জন্য ময়দানে নেমে পড়েছে। কংগ্রেসের নেতা সঞ্জয় ঝাঁ মাসুদ আজাহারকে সন্মান দেওয়া নিয়ে রাহুল গান্ধীর সমর্থন করলেন।