শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সোনার মেয়ের সোনাজয়

২০১৮ তে গৌহাটিতেঅনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে সম্বর্ধনা নিতে এসেছিলেন হিমা দাস । আয়োজক বৃহত্তর গৌহাটি নেতাজি জন্মজয়ন্তী উদযাপন সমিতি । হিমার সঙ্গে ছিলেন তাঁর পিতা মাতা । তিনজন –ই ব্রীড়া পীড়িত , লাজুক । যেন কিছু-ই হয় নি । অসমের মুখ্যমন্ত্রী তাঁকে গামোছা পরিয়ে সম্মান জ্ঞাপন করে ঘরের মেয়ে হিমা দাসকে সকলের সঙ্গে পরিচয় করে দেন । অসাধারণ উজ্জ্বল দুটি চোখে ঠিকরে পড়ছিল দৃঢ সংকল্প । গোটা উত্তরপূর্বের মুখ উজ্জ্বল করে অ্যাথলেটিক্স জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিমা জয় করে নিয়েছিল ভারতবাসীর মন । আর আজ এই মুহূর্তে ক্রীড়া জগতের শিরোনামে ভারতের 'সোনার মেয়ে' অ্যাথলেট হিমা দাস। ২ জুলাই প্রথম সোনা জিতেছিলেন । শনিবার, ২১ জুলাই, চেক রিপাবলিকে ৪০০ মিটার দৌড়ে ভারতকে পঞ্চম সোনা এনে দিয়েছেন হিমা দাস । এই মাসের ২ তারিখ পোল্যান্ডে পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি-তে সোনা জেতেন হিমা। তারপর ৭ জুলাই পোল্যান্ডেই কুন্টো অ্যাথলেটিক্স মিটে প্রথম হয়ে দেশকে গর্বিত করেন অসমের স্প্রিন্টার। গত শনিবার ক্লান্দোর ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ২০০ মিটার বিভাগে ফের সোনা ঘরে তোলেন জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন অ্যাথলিট। পর পর পাঁচটি সোনা এনে সোনার মেয়ে হিমা দেশবাসীর নয়নমণি ।

হিমা দাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হিমার অনবদ্য কৃতীত্বের জন্য ভারত আজ গর্বিত। ওঁকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা, ট্যুইট করেছেন মোদি ।

n‘তোমার কৃতীত্বে ভারত গর্বিত’, সোনার মেয়ে হিমা দাসকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর