শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সেলিম মুস্তাফা এর দুটি কবিতা

সেলিম মুস্তাফা

চিরন্তন

মঞ্চে দাঁড়িয়ে মানুষের মত কথা বলল কেউ


রাতগুলি অমীমাংসিত জাগরণে ভোর হয়ে গেল


সিঁদুর লাগানো পাথর ঠুকে ঠুকে যারা

ভগবানের ঘুম ভাঙানোর চেষ্টায় ছিল

ত্যাগীর কাপড় পরে তারা এখন নিজেরাই ঈশ্বর হয়েছে



জনপদ শান্ত

জনপদ নীরব

হারমোনিয়মের ওপর উচ্ছল জীবনপাত্র উপুড় করে

যারা ঢেলে দিয়েছিল মধু আর অশ্রু


তারা নিঃস্ব হয়ে সেখানেই স্থির হয়ে আছে

কেউ তাদের জাগাতে সাহস করেনি

আকাশ চিরন্তন ও পরিষ্কার

বাতাস নিষ্কম্প


ঝড় আসবে কি না কেউ জানে না