বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

মোদিকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ বন্ধের নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘মোদি-জার্নি অফ অ্যা কমন ম্যান’ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

এ বিষয়ে করা অভিযোগ আমলে নিয়ে শনিবার নির্বাচন কমিশন এই নির্দেশ দেয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানায় কমিশন।

ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজে তার বিভিন্ন বয়সের ঘটনাবলী থেকে শুরু করে বেড়ে ওঠা এবং ধীরে ধীরে জাতীয় নেতা হয়ে ওঠা তুলে ধরা হয়েছে।

এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। অভিযোগ আমলে নিয়ে তা বন্ধের নির্দেশ দেয় কমিশন।

কমিশন জানিয়েছে, নির্বাচনের সময় কোনো নেতাকে নিয়ে নির্মিত এ ধরনের সিরিজ আচরণবিধির লঙ্ঘন। এটি ভোটারদের প্রভাবিত করবে।

কমিশন ওয়েব সিরিজের প্রযোজককে জানায়, এখন থেকে এই সিরিজ আর অনলাইনে চালানো যাবে না এবং এর যেসব কনটেন্ট অনলাইনে আছে তাও মুছে ফেলতে হবে।