শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

মায়াবী রাত


চতুর্দিক থেকে ভেসে আসা সুবাসিত বাতাসে

কার যেন পদধ্বনি শোনা যায়

ধীরে ধীরে রাত্রি তার তমসা রঙা ওড়না জড়িয়ে

নেমে আসে অজানা কক্ষপথ অতিক্রম করে

আতপ্ত বসুধার নরম কোল জুড়ে!

দূরের সীমানা দিয়ে ছুটে যায় একঝাঁক রাতচরা

আনত ভূমির বেধ ঘিরে রাখে মায়াময়তায়,

না বলা কথার মত প্রকৃতির সন্নিধানে চাপা আছে

অনেক রুদ্ধ যন্ত্রণা, অপ্রাপ্তি আর প্রাপ্তির হিসাব।

মায়াবী রাত শুধু জানে জঠরে লুকানোর পথ

স্নিগ্ধ সৌন্দর্য ছুঁয়ে বেঁচে থাকা

নতুন ভবিষ্যের কপালে তিলক আকার লগ্ন

খোঁজা চলে নিশীথের পক্ষপুটে।

AIbEiAIAAABECLj104uWpPfzwQEiC3ZjYXJkX3Bob3RvKigzZWM1ZTg3NTc0ZmQ2ZjE5NjZjODA2YzgwN2YyMjY2OTJkODVhNWI2MAHPRl-6KWNSAhGu-8hmjz1WfW9TZw?sz=32ReplyForward