শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়, ভূপেন হাজরিকা ও নানাজি দেশমুখ​

আগস্টেই ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায় , ভূপেন হাজরিকা ও নানাজি দেশমুখ । রাষ্ট্রপতি ভবনের সূত্রে প্রকাশিত এই খবর ।

এবছরের জানুয়ারিতেই ভারতরত্ন সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছিল। প্রণব মুখোপাধ্যায় ছাড়াও মরনোত্তর এই সম্মান প্রদান করা হবে সমাজকর্মী নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকাকে।দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন দেশের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। জি নিউজের সূত্র বলছে আগামী ৮ই অগাষ্ট এই সম্মানে সম্মানিত করা হবে প্রণব মুখোপাধ্যায়কে। চলতি বছরের জানুয়ারি মাসেই তাঁর নাম মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন, দশকের পর দশক ধরে রাজনীতিতে তাঁর অবদানের জন্য। দেশের শ্রীবৃদ্ধিতেও তাঁর অবদান রয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সমপর্যায়ের মানুষ দেশে কমই আছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

শুধু প্রধানমন্ত্রীই নন, প্রণব মুখোপাধ্যায়ের এই সম্মান প্রাপ্তির কথায় তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় তিনি কংগ্রেস সভাপতি ছিলেন। টুইট করে রাহুল বলেছিলেন, প্রণবদাকে অভিনন্দন। কংগ্রেস দলও এই সম্মান প্রাপ্তির জন্য গর্বিত। দেশের প্রতি তাঁর অবদানও রয়েছে যথেষ্ট, বলেছিলেন রাহুল।