শনিবার, এপ্রিল ২০, ২০২৪

প্রবল বন্যায় বিপর্যস্ত মুম্বই

দিল্লি ও আশপাশ অঞ্চল যখন বৃষ্টির জন্য মুখিয়ে আছে , তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। গত ২ দিন ধরে অবিশ্রান্ত বর্ষণে কার্যত ব্যহত হয়ে পড়েছে দেশের বাণিজ্য নগরী ৷

ভারী বৃষ্টি হয়েছে সোমবার সকালে ও রাতেও । ফলে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সিওন, দাদর ও মালাডের মতো এলাকায় জল জমে গিয়েছে। আশঙ্কা এভাবে চলতে থাকে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে মুম্বইয়ে।এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, প্রবল বৃষ্টিপাতে মুম্বইয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের ৷ পুণেতেও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর ৷ গোটা ঘটনায় নড়ে চড়ে বসেছে মহারাষ্ট্র সরকার ৷ ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে গোটা মহারাষ্ট্র জুড়ে ৷টানা চারদিন ধরে বৃষ্টি চলছে মুম্বইয়ে। তার উপর গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে শহরজুড়ে। সোমবার ভোরে মুম্বইয়ের কাছে পালঘরে ৪টে থেকে ৫টার মধ্যে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া থানে, রায়গড়ের মতো একাধিক এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায়। অনেক জায়গায় বৃষ্টির ফলে রেলপথও ডুবে গিয়েছে। ফলে লোকাল ও দূরপাল্লার অনেক ট্রেন বাতিল করতে হয়। দেরিতেও চলছে বেশ কিছু ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, সকালে চারটি করিডর দিয়ে ট্রেন চলাচল ঠিকঠাক ছিল। তবে জল জমার কারণে কয়েকটি লাইনে বেশ কিছু ট্রেন বাতিল হয়। পরে অবশ্য পশ্চিম রেলওয়ের তরফে জানানো হয়েছে, জলস্তর নেমে যাওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে ট্রেনের গতি ৩০ কিমি প্রতি ঘণ্টা রাখা হয়েছে।


খবর সূত্র = NEWS18