শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দিআকু দিআ, আদান-প্রদান, ওড়িআ কবিতা

পাঁচিলের ওপার থেকে

কৃষ্ণবলে উঠে আসা

পোস্তর বাটিফেরৎ যায়

এপারের বড়া অথবা চচ্চড়ি ভরে।

ফেরৎ যায়

কৃতজ্ঞতার বর্ণিল হাসি

আহা-বেলার

ভরসাদের কাছে,

সন্দেহ ফেরৎ রাখি

আনন্দঘন দিনের

নবরঙ্গি

বন্ধুদের জন্য

যদি চাঁদ দাও

জ্যোৎস্না পাবে

নয় তো

অমাবস্যা ।

একটা সূর্য দিয়েছো

ফেরৎ নাও

তোফা দিন

যদি কোদালে মেঘ

তোতোমাকেও

দিলাম

হাতীর মতো একটি বর্ষা

বললাম না

ফুলের জন্য বীজ,

গাছ দিলে

জীবন ফেরাব ।

বাসনা পূর্ণ করো

দেবী মা

পাঁঠা দেব

নয়তো একশ'আঠ

কোটাহীন দরিদ্র ব্রাহ্মণ ভোজন

যদি বলিস

তোর জন্য গড়ে দেব

সোনার মন্দির

নয় তো

তুইই বুঝে নে

তোর যা কিছু

বললাম না

দিলেই পাবে

না দিলে

কপাট বন্ধ।