শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চলে গেলেন মিকি মাউজের মিনি-ভয়েজ

নব্বইয়ের দশকের প্রতিটি ছেলে মেয়ের মন জুড়ে রয়েছিল মিকি মাউস, ডগ ডোনাল্ড, মিনি মাউস,গুফি এই সব চরিত্র তাদের কণ্ঠস্বর যেই মানুষটির, তিনি পরলোকে গমন করলেন। শুক্রবার, ক্যালিফোর্নিয়ার গ্লেনডেলে প্রয়াত হয়েছেন মিনির কণ্ঠস্বরের নায়িকা রুসি টেলর। তাঁর ৭৫ বছর বয়স হয়েছিল মৃত্যুকালে।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজনির তরফে এই শোক সংবাদ জানানো হয়। ‘গুফি’ র কন্ঠদাতা বিল ফার্মার বলেন, “পরিবারের মতো ছিলেন রুসি। মিনি মাউসের মতোই মিষ্টি, মজাদার। ততটাই প্রতিভাবান ও নম্র। ওঁর কথা মনে পড়বে”। তিনি রুসির বহু দিনের বন্ধু ছিলেন।

প্রয়াত অভিনেতা ওয়েইন অ্যালওয়াইনের স্ত্রী ছিলেন তিনি। মিকি মাউসের কণ্ঠস্বর ওয়াইনের। এছাড়া রুসি ছোট থেকে ডিজনির ভক্ত ছিলেন। ডিজনিল্যান্ড ঘুরতে গিয়ে তার দেখা হয় ডিজনির মালিক ওয়াল্ট ডিজনির সঙ্গে এবং তাকে তার ইচ্ছার কথা প্রকাশ করেন। দীর্ঘ ত্রিশ বছরের বেশি সময় ধরে এই ডিজনি সাথে যুক্ত তিনি। টেলিভিশন, থিম পার্ক, অ্যানিমেশনে, অ্যানিমেশনে মিনি মাউসের গলায় তার কন্ঠ শোনা যায়। তার চিরঘুমের দেশে বাড়ি দেওয়ার সঙ্গে মিকি মাউসও নির্বাক হলো।


সূত্র - ANN