বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

চলে গেলেন ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাপক গায়িকা অভিনেত্রী রুমা গুহঠাকুরতা

অন্যদেশ ডেস্ক , সোমবার ৩,মে

সোমবার ভোর সওয়া ৬টা নাগাদ ৩৮ বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতেই ঘুমের মধ্যেই প্রয়াত হলেন বর্ষীয়াণ অভিনেত্রী গায়িকা । মৃত্যুকালে তাঁরবয়স হয়েছিল ৮৪ বছর।বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ, সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। গত দুদিন ধরেই তাঁর শারীরিক অবনতি হয়েছিল। গতকাল সন্ধে থেকেই তাঁর শরীর আরও খারাপ করে। বাড়িরলোককে জানানও তিনি সে কথা। রাতে ঘুম আসছে না বলেও জানান তিনি। আজ সরকালে তাঁকে ডাকতে গিয়ে পরিচারিকা দেখেন, তিনি সাড়া দিচ্ছেন না। তার পরেই চিকিৎসককে ডাকা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আজবিকেলেই কলকাতায় আসছেন ছেলে অমিত কুমার। তিনি এলেই আজ বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

তাঁর ও কিশোরকুমারের পুত্র অমিতকুমার । কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা। তাঁদের সন্তান অমিত। ১৯৩৪ সালে কলকাতায় জন্ম হয় রুমার। বাবা সত্যেন ঘোষ এবং মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ ছিলেন। ১৯৫২ সালে কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয় রুমার। ১৯৫৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। ১৯৬০ সালে অরূপ বাবুকে বিয়ে করেন রুমা। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার। গায়িকা শ্রমণা চক্রবর্তী, অয়ন গুহ ঠাকুরতা রুমা এবং অরূপবাবুর সন্তান।দাদার কীর্তি-অ্যান্টনি ফিরিঙ্গি-সহ একাধিক চলচ্চিত্রের মাধ্যমে বাঙালির মননে রয়ে যাবেন রুমা গুহ ঠাকুরতাআশিতে আসিও না, গণশত্রু, অভিযান, অ্যান্টনি ফিরিঙ্গি, বাঘিনি, পলাতক, দাদার কীর্তি, হুইল চেয়ার তাঁর উল্লেখযোগ্য ছবিকলকাতা ইয়ুথ কয়্যারের প্রতি অক্লান্ত পরিশ্রম করেছেন এই শিল্পীরুমা গুহঠাকুরতা ১৯৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা। বাবা সত্যেন ঘোষ মা সতী দেবী, আলমোড়ায় উদয় শংকর কালচার সেন্টারের মিউজিক এন্সম্বলের সদস্য ছিলেন ও পরে মুম্বাইয়ে পৃথ্বী থিয়েটারে মিউজিক ডিরেকটার ( দেশের প্রথম মহিলা সংগীত পরিচালক) হন তাই রুমার ছেলেবেলা কেটেছে আলমোড়া ও মুম্বাইয়ে। সতী দেবীর পিসতুতো ভাই হলেন বরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় ও বিজয়া রায় হলেন আপন ছোটবোন। ১৯৫২ সালেকিশোরকুমারকে বিয়ে করেন ও তাদের পুত্র সুগায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয় এবং ১৯৬০ সালে অরূপ গুহঠাকুরতা কে বিবাহ করেন । তিনি ১৯৫৮ সালে Calcutta Youth Choir প্রতিষ্ঠা করেন । সত্যজিৎ রায় পরিচালিত 'অভিযান' (১৯৬২) ও 'গণশত্রু' (১৯৮৮) তে রুমা দেবী অভিনয় করেছেন। 'তিনকন্যা''মণিহারা'য় (১৯৬১) অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে 'বাজে করুণ সুরে' গানটি রুমা দেবীর গাওয়া। তাঁর মৃত্যু সংস্কৃতি জগতে অপরিসীম ক্ষতি ।