বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

একগুচ্ছ কবিতা


আজ কবি জয়া ঘটকের জন্মদিন। অন্যদেশ পরিবার এই স্বজনকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।



অবিশ্বাস

মুঠো ভরা অবিশ্বাস

তৃষ্ণার্ত হৃদয়

কুহক জল

অপৌরুষ কামনা

একবুক দীর্ঘশ্বাস

নতুন জীবন!

কি চাই?

উপহার?

নাও, দিলাম

গতজন্মের

হাওয়া।



চুপকথা

রঙ মেলান্তি এই সভ্যতার

মোহে আগুন দৌড়ে যায়

লতায় পাতায়। রূপকথারা

চুপকথা হয়ে যায় আগুনের

তাপে!

আর অন্য কিছুই কি নেই

এখানে? প্রজন্মের পর প্রজন্ম

শুধু নির্বীজ অপেক্ষা! রূপকথারা

আজ কর্কট রোগাক্রান্ত। তবুও

জন্ম দেয় অবিশ্বাসকে!

জন্মদাগ যারা ভুলে যায়, তাদের

পোড়াতে ভস্ম হয়েও যেন ফিরে

আসে চুপকথারা! বারবার।

প্রতিবার।


মা

পৃথিবীর সবথেকে প্রাচীন বাসা মায়ের কোল!

সন্তান যেন কোকিল!

পাখা বের হলেই বাসা ভেঙ্গে উড়ে যায়!

ডাক

খেলতে গিয়ে হারিয়ে গেছে আমার দুই ভাই। ও মা, আর পড়বে কত? চলো ওদের খুঁজতে যাই। বাবা কখন আসবে মা? রাত যে গভীর হলো। খিদে পেয়েছে খুব গো!

মা! সবাই একসাথে খাবো চলো।

বান

যতই তীব্র হবে নীরবতা

শব্দের উচ্ছ্বাস ততই বাড়বে।

যত তীব্র হবে ভালোবাসা

মিলনের আকাঙ্ক্ষা ঝড়

তুলবে দেখো!